সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিআরডিবিকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর’ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর’ করাসহ ৭ দফা দাবি জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ-এর  সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সিবিএ নেতারা বলেন, বিআরডিবির একটি প্রকল্পে প্রায় আট হাজার জনবল রয়েছে, যারা মাসের পর মাস বেতন-ভাতা পাচ্ছেন না। কতিপয় আমলা প্রকল্পটিকে কুক্ষিগত করে রেখেছেন। এ অবস্থায় নাম পরিবর্তন করে বেতন ভাতা নিয়মিত করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুব শ্রমিক লীগের সদস্য সচিব এ কে এম রফিকুল ইসলাম রফিক, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় নেতা আলী আজগর মোল্লা ও লুবনা নাজরিন প্রমুখ।

সর্বশেষ খবর