মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সড়কে গলা কাটা রক্তাক্ত নারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর সড়ক থেকে উদ্ধার হওয়া গলা আংশিক কাটা রক্তাক্ত এক নারীকে (৩০) গতকাল সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মোক্তারুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পদ্মা অয়েল পাম্প গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তার গলায়, মাথায় এবং ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হত্যার উদ্দেশ্যে হামলার পর মৃত ভেবে তাকে ফেলে যাওয়া হয়েছে। তার জ্ঞান ফিরলে এ বিষয়ে জানা যাবে।

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. দেবো প্রাণ রায় জানান, ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতজনিত বড় ধনের ক্ষত হয়েছে। এ ছাড়া তার মাথা ও ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মাথার সিটিস্ক্যান ও কয়েকটি এক্সরে পরীক্ষা  দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর