শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুশয্যায় থেকে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন বনানীতে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। বাদ আসর মরহুমের গুলশানের বাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরবের চন্ডিবের গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম গৃহিণী। আট বোন ও চার ভাইয়ের মধ্যে আইভি রহমান পঞ্চম। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও আইভি রহমান বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গেও পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলেন।

সর্বশেষ খবর