অর্থঋণ আদালতে প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের মামলায় লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুনায়েদ হোসেন লস্করকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় ওই মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এর আগে দুদক নগরীর নূরনগর থেকে তাকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্কর তার মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদাসলে ১০ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে।
পুরো টাকাই তিনি আত্মসাৎ করেছেন। এ বিষয়ে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। গ্রেফতার হওয়া জুনায়েদ সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত শাহাদাত হোসেন লস্করের ছেলে। লস্কর গ্রুপের ‘এসপি গোল্ডেন লাইন’ নামে পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।