মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশি স্মার্টফোন যাচ্ছে আমেরিকায়

এবার এলিভেটর বা লিফটের মতো ভারী প্রযুক্তিপণ্য উৎপাদন কারখানা করেছে দেশীয় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। এ ছাড়া আমেরিকায় প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানি করতে যাচ্ছে ওয়ালটন। দেশের এ বিস্ময়কর অগ্রগতি নিজ চোখে দেখতে ১ মার্চ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যাচ্ছেন ওয়ালটন কারখানায়। ওই দিন তারা ওয়ালটনের নবনির্মিত এলিভেটর বা লিফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি উদ্বোধন করবেন। সেইসঙ্গে ওয়ালটনের তৈরি স্মার্টফোন আমেরিকায় রপ্তানি কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর