বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিবন্ধন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক পদ শূন্য আছে উল্লেখ করে চলতি মাসেই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান এসব চাকরি প্রার্থী।

মানববন্ধনে অংশ নেওয়া সুরাইয়া সুলতানা বলেন, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক পদ শূন্য আছে। করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে এখনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কোনো বিকল্প নেই।

শিক্ষক পদে আবেদনের বয়স শেষ হয়ে যাচ্ছে জানিয়ে প্রার্থীরা বলেন, করোনায় অনেক সময় শেষ করে দিয়েছে। চাকরিপ্রার্থীরা বলেন, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, আমাদের বয়সের বিষয়টি বিবেচনা করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের পদক্ষেপ নেবেন।

সর্বশেষ খবর