বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

এরাম হোটেল ও বারকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এরাম হোটেলের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার দায়ের করা মামলায় ভ্যাট ফাঁকির প্রমাণ হওয়ায় ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিচার আদেশে এই জরিমানা করা হয়।

গোপন  সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার একটি দল গত বছরের ১৭ সেপ্টেম্বর এ হোটেলটিতে আকস্মিক অভিযান পরিচালনা করে। এতে ভ্যাট গোয়েন্দা ভ্যাট ফাঁকির আলামত পাওয়ায় হোটেলের কাগজপত্র জব্দ করে। একই সঙ্গে ৩৭৪ বোতল বিদেশি হুইস্কি ও ৩৬৭২ ক্যান বিয়ারের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় এসব মদজাতীয় পণ্য জব্দ করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি করোনাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল বার থেকে মদজাতীয় পণ্য বিক্রি করে। কিন্তু স্থানীয় ভ্যাট সার্কেলে মাসিক ভ্যাট রিটার্নে শূন্য বিক্রির হিসাব দাখিল করে ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল।

সর্বশেষ খবর