বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

কাল শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু-ইয়ুথ আর্ট কম্পিটিশন’ শীর্ষক ভার্চুয়াল প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০-২১ ঘোষণা করায় কাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু-ইয়ুথ আর্ট কম্পিটিশন’। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, এশিয়া এবং বিশ্বের অন্যান্য দেশ। চারটি ক্যাটাগরিতে নির্বাচিত ১০০টি শিল্পকর্ম নিয়ে চলবে মাসব্যাপী এই ভার্চুয়াল শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আরও অতিথি থাকবেন আইসিওয়াইএফ, ইস্তাম্বুল, তুরস্কের প্রেসিডেন্ট তাহা আয়হান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গতকাল শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

সর্বশেষ খবর