সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চালক বেশে গার্মেন্টের কাপড় চুরি, পণ্যসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ও গাজীপুরের কাপাসিয়া থেকে একটি প্রতিষ্ঠানের চুরি হওয়া কাপড় ও কাভার্ড ভ্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা হলেন- মো. আসাদুজ্জামান মোল্লা আসাদ, আল আমিন ওরফে সরোয়ার ও মো. আবেদ আলী। বৃহস্পতিবার গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯০টি কাপড়ের রোল (৮ হাজার ৪৬০ মিটার) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন যুগ্ম-কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, গ্রেফতার আসাদ নোমান গ্রুপের কাপড় ভর্তি কাভার্ড ভ্যানটি চুরি করে তার পূর্ব পরিচিত আল আমিনের গুদামে রাখে।

 পরবর্তীতে ওই মালামাল আবেদের মাধ্যমে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রির পরিকল্পনা ছিল।

পেশায় গাড়ি চালক আসাদ বিভিন্ন কোম্পানিতে চাকরি নিয়ে সুযোগ বুঝে গাড়িসহ মালামার চুরি করত। চোরাই মালামাল তার সহযোগীদের মাধ্যমে বিক্রি করত। পুনরায় অন্য কোম্পানিতে একই ধরনের অপরাধ করত। তার বিরুদ্ধে গাজীপুরের কালিগঞ্জ ও টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ডিএমপির তুরাগ থানায় করা নোমান গ্রুপের মামলায় আসাদসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর