রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
কুমিল্লার সমাবেশে ইনু

ধর্মান্ধ গোষ্ঠী প্রস্তুতি নিয়েই পরিকল্পিতভাবে হামলাগুলো করেছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ পরিদর্শন শেষে জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজামন্ডপে পবিত্র কোরআন রাখা পরিকল্পিত ও সাজানো ঘটনা। একটি উসিলা তৈরি করার জন্য চক্রান্ত করা হয়েছিল। তারপর যে হামলাগুলো কুমিল্লাসহ সারা দেশে হয়েছে তা ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েই করেছে।

গতকাল দুপুরে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা’র আয়োজনে নগীর টাউন হল মাঠের মুক্তমঞ্চে গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু প্রশাসনের গাফিলতির কথা উল্লেখ করে বলেন, তাদের ব্যর্থতা ও অদক্ষতা দুটোই আছে। প্রশাসন সতর্ক থাকলে এ হামলা আটকাতে পারত। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক কর্মচারীদের উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তাও ছিল বলে মনে হচ্ছে। ফলে ঘটনা ঘটার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি লুকিয়ে থাকা সাম্প্রদায়িক সরকারি কর্মচারীদের বহিষ্কার না করলে ভবিষ্যতে আরও বড় দাঙ্গা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন, সাংবাদিক নেতা আবেদ খান, জাসদ নেতা নাজমুল  হক প্রধান, জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক প্রমুখ।

উল্লেখ্য, এদিন হাসানুল হক ইনু, মোজাফ্ফর হোসেন পল্টু, প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন ও আবেদ খান বিশ্ব শান্তি সংস্থার প্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ পরিদর্শনে কুমিল্লায় আসেন।

সর্বশেষ খবর