রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কাদের সিদ্দিকীকে দেখতে গেলেন শাহ মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, এভাবে একটা দেশ চলতে পারে না। এ জন্য আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করিনি। দেশের এই দুরবস্থা আমাদের কাঁদায়। হৃদয়ে এখন রক্তক্ষরণ হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে হাসপাতালে দেখতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন। গতকাল রাত সাড়ে ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি তাঁকে দেখতে যান। এ সময় অনেকটা সময় নিয়ে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে কথা বলেন দুই বর্ষীয়ান রাজনীতিক। শাহ মোয়াজ্জেম হোসেন কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে বলেন, আপনি আমার চেয়ে বয়সে ছোট। তার পরও আমি আপনাকে শ্রদ্ধা করি মহান মুক্তিযুদ্ধে আপনার স্মরণীয় ভূমিকার জন্য। কিন্তু আমরা তো আজকের এই বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। বয়সের কারণে আজ আমরা শারীরিকভাবে যেমন অসুস্থ, তেমনি দেশের এই চরম দুঃসহ পরিস্থিতির কারণে মানসিকভাবে আমরা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি। এভাবে একটা স্বাধীন দেশ কখনই চলতে পারে না। তবে নতুন প্রজন্ম অবশ্যই আমাদের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। হাসপাতালে শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গবীরের চিকিৎসার খোঁজ নেন।

সর্বশেষ খবর