মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দুই সৎভাই হত্যায় একজনের ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই সৎভাইকে বালিশ চাপা দিয়ে হত্যা মামলায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম ওরফে আবুলের ছেলে আল শফিউল ইসলাম ছোটন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম। তিনি বলেন, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আসামি মো. আল শফিউল ইসলাম ছোটন বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মণিকে (৬) শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।

এ বিষয়ে নিহতের মা রেখা বেগম বাদী হয়ে মো. আল শফিউল ইসলাম ছোটনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। পরে ১ মার্চ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসি ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

সর্বশেষ খবর