জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা (আরও) এবং সহকারী রাজস্ব কর্মকর্তারা (এআরও) তাদের পুরোনো ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদবি ‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’ পুনর্বহালের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।
এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে এসব দাবি নিয়ে চিঠি দেন বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) নেতারা। বাকাএভের চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কে এম মাহবুব আলম ও মহাসচিব তানভীর আহমেদ। গতকাল এসব তথ্য জানান তারা।
বাকাএভের সভাপতি কে এম মাহবুব আলম বলেন, বর্তমান পদবির (আরও এবং এআরও) কারণে মাঠপর্যায়ে বিদেশি সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়সংকটে পড়তে হচ্ছে, যা পেশাগত যোগাযোগে ব্যাপকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ছাড়া আরও এবং এআরও পদবি সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও রয়েছে। এতে করে শুধু বিদেশি সংস্থা না দেশীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এজন্য এনবিআরের চেয়ারম্যানকে চিঠিতে আমাদের দাবিগুলো তথা প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেছি।
বাকাএভের ওই চিঠিতে বলা হয়, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে কাস্টমস বিভাগের ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্টদের সঙ্গে কাজের সমন্বয়ে এমনকি সমুদ্রগামী জাহাজে কিংবা বিমানবন্দরের কার্যক্রমেও এনবিআরের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা পরিচয় দিতে গিয়ে ‘পরিচয়সংকট’ বা আইডেনটিটি ক্রাইসিস অনুভব করেন। কারণ বিদেশি জাহাজের ক্যাপ্টেন বা বিমানের পাইলট সবার কাছে ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবিতে পরিচিত। তাই ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবি পুনর্বহাল করার দাবি জানানো হয়।