রাজশাহীর পুঠিয়ায় মো. নীলু (৫০) নামের এক পল্লি চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নীলু পুঠিয়ার শেরপাড়া এলাকার বাসিন্দা। পুঠিয়ার ঝলমলিয়া বাজারে তার ব্যক্তিগত চেম্বার ছিল।
নিহতের স্ত্রী জলি বেগম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তিনি জানান, গত ২৬ এপ্রিল তার স্বামীর সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমান ও তার মেয়ের স্বামীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লুৎফর তার লোকজন নিয়ে এসে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীকে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ওইদিনই রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৮টার দিকে তিনি মারা যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের পরিবার থানায় মামলা করবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।