‘মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) জীবন-কর্ম শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা বলেছেন, আমৃত্যু খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তারা বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে গ্রেপ্তার আলেমদের মুক্তির ব্যাপারে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী রাহমাতুল্লাহি আলাইহির ভূমিকা ছিল অবিস্মরণীয়। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ইসমাইল ইউসুফ বরিশালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি আবু তাহের নদভী, মুফতি মিজানুর রহমান সাইদ, মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, মাওলানা আবদুল বাছিত আজাদ, ড. ঈসা শাহেদী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, বাতিল ফেরকা, নাস্তিক মুরতাদদের বিপক্ষে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। যেকোনো ইস্যুতে তিনি থাকতেন সর্বাগ্রে। তার তুলনায় শুধুই তিনিই। যেকোনো প্রয়োজনে তার কাছে এলে কেউ খালি হাতে ফিরতেন না।