রাজবাড়ীর পদ্মা নদীতে ২৫ কেজির একটি পাঙাশ ধরা পড়েছে। গতকাল বিকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে স্থানীয় জেলের জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। জানা গেছে, স্থানীয় কয়েকজন জেলে গতকাল দুপুর থেকে দল বেঁধে পদ্মায় পাঙাশ ধরার জাল ফেলেন। বিকালে নদী থেকে জাল তুলতেই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির পাঙাশের ওজন ২৫ কেজি। পাঙাশটি বিক্রির জন্য দৌলতদিয়ার মোহন মন্ডলের আড়তে তোলা হয়। সেখানে ১ হাজার ৬৭০ টাকা কেজি দরে ৪১ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি হয়। দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ৪১ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি কেনেন। পরে তিনি মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, ২০২৫ সালের পদ্মার সবচেয়ে বড় পাঙাশটি নিলামে আড়তে বিক্রি হয়েছে।
মাছটি আমি কিনে সামান্য লাভে মৌলভীবাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় ২৫ কেজির পাঙাশ মাছের সংবাদটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। পদ্মায় পানি বেড়েছে। সেই কারণে পদ্মা-যমুনার মোহনার আশপাশে অনেক মাছ পাওয়া যাচ্ছে। উত্তাল পদ্মায় জেলেদের মাছ ধরার ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।