৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেন মঙ্গলবার দুপুরের মধ্যে রাজধানীতে পৌঁছাবে এবং অনুষ্ঠান শেষে একই ট্রেন এলাকায় ফিরে যাবে। এর জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।
যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের পর গতকাল রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেনগুলোর রুট, সময় ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করা হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে আগামীকাল রাতে ও ৫ আগস্ট ভোরে। আর গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে।