রাজধানীর বংশালে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা-৭ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আবদুর রহমানের পক্ষে বংশাল থানা শাখা এই গণসংযোগের আয়োজন করে। আগামাসি লেন জামে মসজিদ থেকে শুরু করে সাত রওজা, কসাইটুলি, নাজিমউদ্দিন রোড, আরমানিটোলা হয়ে নয়াবাজার মোড়ে পথসভার মাধ্যমে দোয়া ও মোনাজাতে আজকের গণসংযোগ সমাপ্তি ঘটে।
আবদুর রহমান এলাকাবাসীর কাছে সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদার, বংশাল থানা সভাপতি শাহ আলম হোসেন, সেক্রেটারি জহিরুল ইসলামসহ থানা ওয়ার্ডের সব দায়িত্বশীলরা অংশ নেন।