নিখোঁজের দুই দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক মোল্লা নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লেকের ৫ নম্বর রোডের নাউড়ী হোটেল সংলগ্ন ব্রিজের উত্তর-পশ্চিম পাশে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। ধানমন্ডি থানার এসআই খলিলুর রহমান জানান, নিহত ওমর ফারুক ৩ অক্টোবর বিকালে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সমস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো বন্ধুর বাসায় গেছেন। তাই থানায় জিডি করেননি। এসআই জানান, মৃতের পকেট থেকে পাওয়া মানিব্যাগে তার মায়ের মোবাইল নম্বর পাওয়া যায়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওমর ফারুক পানিতে পড়ে ডুবে মারা গেছেন। জানা গেছে, তিনি সাঁতার জানতেন না।
ওমর ফারুক হাজারীবাগের বউবাজার সোনাতনঘর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা আবদুল কুদ্দুস মোল্লা পেশায় মাছের ব্যবসায়ী। ওমর তেমন কোনো কাজ করতেন না; মাঝেমধ্যে বাবার ব্যবসায় সাহায্য করতেন। সম্প্রতি এ নিয়ে তার মা তাকে বকাঝকা করেন। গত শুক্রবার অভিমান করে ওমর ফারুক বাসা থেকে বের হন।