ভারতে সবচেয়ে বেশি বিদেশি বন্দি রয়েছে পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে। তাদের মধ্যে সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশের নাগরিক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) প্রকাশিত প্রিজন স্ট্যাটিস্টিকস-২০২৩ থেকে এ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন কারাগারে বন্দি ৬ হাজার ৯৫৬ জন বিদেশি নাগরিকের মধ্যে ২ হাজার ৫০৮ জন পশ্চিমবঙ্গের কারাগারে রয়েছেন। তাদের ৮৯ শতাংশ বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে এনসিআরবি। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে বিদেশি বন্দির সংখ্যা ছিল ৭৭৩, দিল্লিতে ৭৫ এবং উত্তর প্রদেশে ৪৮১ জন। আটক বাংলাদেশি বন্দিদের মধ্যে ৭৭৮ জন দোষী এবং ১,৪৪০ জন বিচারাধীন অবস্থায় ছিলেন।
বিদেশি বন্দিদের দ্বিতীয় স্থানে ছিল মিয়ানমার।
বেশির ভাগ বিচারাধীন বন্দির বয়স ১৮-৩০।
আইনজীবীদের মতে, পশ্চিমবঙ্গে বিচারাধীন বন্দির সংখ্যা বৃদ্ধির কারণ অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আইনজীবী জোগাড় করতে না পারা, বিচার বিভাগীয় বেঞ্চের অনুপস্থিতি এবং বিচার আদালতের অতিরিক্ত চাপ।