রাজধানীর মুগদার একটি বস্তিতে মাদক অভিযান শেষে ফেরার পথে কারবারিদের হামলায় পুলিশের এসআই মো. রাসেল আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় মদিনাবাগ ময়লার বস্তিতে এ ঘটনা ঘটে। পরে আহত রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই রাসেল মুগদা থানায় কর্মরত আছেন। চিকিৎসকরা বলছেন, রাসেল মাথায় আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। মুগদা থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল ময়লা বস্তি এলাকায় অভিযানে যায়। সেখান থেকে এক দুর্ধর্ষ মাদক কারবারিকে আটক করা হয় এবং তাকে থানায় নিয়ে আসার সময় আরেক কারবারি হঠাৎ পেছন থেকে রাসেলকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাতেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে।