কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে সোবহান মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়। গতকাল সকালে মৎস্য বন্দর আলিপুরের জমজম ফিস আড়তে ইলিশটি উঠান সোবহান। পরে নিলামের মাধ্যমে এক মৎস্য ব্যবসায়ী ইলিশটি কেনেন।
জমজম ফিসের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম জানান, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ায় মাছটি ভালো দামে বিক্রি হয়েছে। ক্রেতা ব্যবসায়ী মুসা বলেন, মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাব। আশা করছি ভালো দাম পাব।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। ইলিশের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।