রাজধানীর বিজয় সরণি কলমিলতা বাজারের ক্ষতিপূরণ ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প ফিরিয়ে দেওয়া- এ দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। গতকাল রাজধানীর তেজকুনিপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আবদুর রহিম।
তিনি বলেন, দাবি আদায়ে গত ৯ আগস্ট থেকে টানা ৫০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার ঢাকায় প্রতীকী হরতাল পালন করা হয়। কর্মসূচি থেকে পুলিশ পাঁচজনকে আটক করে এবং লাঠিচার্জ করে প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের উঠিয়ে দেয়।
তিনি আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।