শিরোনাম
৩০ অক্টোবর, ২০২০ ১৯:৪৯

অনেক নর-নারীর সংসদে আসাটাও রহস্যময়

পীর হাবিবুর রহমান

অনেক নর-নারীর সংসদে আসাটাও রহস্যময়

পীর হাবিবুর রহমান

রাজনীতিটা এতো সস্তা হয়ে গেছে যে, যেখানে জাতীয় বীর, আদর্শিক লড়াকু নেতারা কোথাও নেই, সেখানে অনেক অযোগ্যের কপালে পদবী, সংসদ, কেবিনেটে জায়গা জুটে! রাজনীতিতে এখন সংগঠক বীরত্ব আদর্শের পথ নয়, বায়ান্নো বাজার তেপ্পান্ন গলির পথটাই আসল। যার যা খুশি তা হতে চায়। সময়টা এখন তাদের।

এ রাজনীতি আমাদের অচেনা। নষ্টরা দিন দিন সব জায়গা দখল করে নিল অনেক নর-নারীর সংসদে আসাটাও রহস্যময়। একদিন আমলনামা লেখা হবে নিশ্চয়। মাঠে নেই, সংগ্রামে নেই, অতীত বীরত্বের নেই, কতজনের আছে কদর্য কুৎসিত অভিযোগ। তবু কাদের পদধূলি নিয়ে বা অন্যভাবে খুশি করে আজ কর্মী মানুষ মানুক বা না মানুক তারাই নেতা, তারাই এমপি। কি বীরত্ব সংগ্রাম আর আদর্শিক রাজনীতির সংগ্রামের সাধনা এ দেশ! এমন কি হবার কথা ছিল? 

একেক এলাকায় জনপ্রিয়, কর্মীবান্ধব সংগঠকরা নেই দলে! এই ব্যবস্থা স্বপ্নের মৃত্যু ঘটিয়ে সীমাহীন লোভের জন্ম দিয়েছে। দিয়েছে কর্মী তৈরি করে সংগঠক থেকে নেতৃত্বে ওঠে আসার পথটা ঘুরিয়ে। রাজনৈতিক ব্যবস্থা ভঙ্গুর করেছে। আদর্শহীন নেতৃত্ব ও রাজনীতি সমাজের কল্যাণ আনে না, অশুভ অসুস্থ ধারার জন্ম দেয়। দলকে গণবিচ্ছিন্ন করে।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর