কানাডার বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী জামিলুর রহমানকে অনারারী কনসাল জেনারেল নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। কানাডার কুইবেকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বিকাশের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর নতুন দেশ ডটকমের।
অটোয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগরিই তিনি কাজ শুরু করবেন। তবে সরকারিভাবে এই নিয়োগ সম্পর্কে এখনো কোন কিছু জানানো হয়নি। অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করে এই ব্যাপারে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রীধারী জামিলুর রহমান কানাডায় ইমিগ্রেশন কনসালটেন্সী প্রতিষ্ঠান পরিচালনা করেন। স্কশিয়া কনসাল্ট্যান্ট প্রতিষ্ঠানটির তিনি সিইও।
জামিলুর রহমান বলেন, কানাডা সরকারের অনুমোদন না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত কিছু বলার সুযোগ নেই। কাজেই এই পর্যায়ে এ নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। ঢাকা থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তিনি বাদবাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে তাকে চারটি প্রভিন্সের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলো। পরবর্তীতে কেবল কুইবেকে নিয়োগ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৭/ফারজানা