বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অালোচনা সভা করেছে ছাত্রলীগ কাতার শাখা।
দোহার স্থানীয় একটি হোটেলে বৃহস্পতিবার ছাত্রলীগের সিনিয়র -সহ সভাপতি ওমর ফারুক রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার হোসেন অানু'র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান,কাতার মহানগর আওয়ামীলীগের সভাপতি অাবু তাহের,সাধারণ সম্পাদক অাহমেদ মালেক,এসানউল্লাহ ভুইয়া,যুবলীগ নেতা আতিকুল মওলা মিঠু ও সেলিম রেজা প্রমুখ।
এ সময় আরও বক্তব্য রাখেন,কাতার ছাত্রলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সায়মন অাজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব শাহিন,সুমন,লিটন,অাশিক আকন,রুবেল, রায়হান, রাসেল, মনির,আজহার,ওসমান,ইসমাইল,কামরান,ফরহাদ খাঁন,মাশহুদসহ আরো অনেকে।
বিডিপ্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান