সিডনিতে সড়ক দুর্ঘটনায় সাইফ শেখ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সিডনির মালগুয়া এলাকার ফেয়ারলাইট রোডে এ দুর্ঘটনা ঘটে। সাইফ বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। সাইফ গাড়িটির সামনের যাত্রী আসনে ছিলেন। সাইফের বয়স ২০ বছর হবে বলে ধারণা করেছেন উদ্ধারকর্মীরা। অতিরিক্ত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল