স্পেনে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন'র জাঁকজমক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার মাদ্রিদের ক্যাফে ঢাকা রেষ্টুরেন্টে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন, স্পেনের এই অভিষেক অনুষ্ঠিত হয়।
মো: তামিম ইকবাল ও সাইদ আনোয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বশির আহমেদ উপদেষ্টা। নরসিংদী ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর দূতালয় প্রধান অ মিনিস্টার হারুন আল রশীদ।
বাংলাদেশ দূতাবাস স্পেনের কর্মরত সবাই কমিউনিটির ইতিবাচক এবং সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আপনারা আত্মীয়-স্বজন ছেড়ে প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন এক খণ্ড বাংলাদেশ, চর্চা করেছেন দেশীয় সংস্কৃতি। আপনারা নিজেদের শ্রমে প্রতিষ্ঠিত হচ্ছেন নিজেদের ক্ষেত্রে। আর আপনাদের সার্বিক আচার, আচরণের উপর নির্ভর করছে দেশের সুনাম,ভাবমূর্তি।
এসময় তিনি নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন অভিষেক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, কমিউনিটির সর্বস্তরের উপস্তিতি প্রমান করে, তাদের কার্যক্রম গতিশিল। তিনি কমিউনিটির উন্নয়নে দৃষ্টান্তমূলক ভুমিকা রাখতে তাদেরকে আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বশির আহমেদ এসময় নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভপতি আল আমিন , সেক্রেটারী আব্দুল গফুর মিলন ,সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল ,সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, সভাপতি মহাম্মেদ রবিন ও মোঃ বাদল সহ সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ মাদ্রিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি জামাল উদ্দীন মনির, সেক্রেটারী কামরুজ্জামান সুন্দর।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সভাপতি লুৎফুর রহমান সেক্রেটারী ইসলাম উদ্দীন পংকি, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের আহবায়ক সোহেল ভুঁইয়া, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন মোহাম্মেদ সেলিম, সেক্রেটারী আবুল কাসেম, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম,জাকির হুসেন, নুরুল আলম, নোয়াখালী সমিতির সাধারন সম্পাদক আবু সায়েম মজুমদার, আবুল হুসেন সহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর