কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে কর্মরত প্রবাসী সাংবাদিকবৃন্দ। সোমবার কুয়েত স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ হাউসে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মঈন উদ্দিন সরকার সুমনের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকারে দূতাবাসসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল পাসপোর্ট দশ বছর মেয়াদী করা, কুয়েতে বাংলাদেশ সরকার তথা দূতাবাসের নিয়ন্ত্রণে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা, প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদানসহ ভোটাধিকার করা, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে দূতাবাস, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের করণীয়, শ্রমিকদের সমস্যা ও তার সমাধানে দূতাবাসের অগ্রণী ভূমিকাসহ প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ।
এ সময় রাষ্ট্রদূত এস.এম আবুল কালাম জানান, তিনি কুয়েত প্রবাসীদের পাসপোর্ট সমস্যা এবং একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন এবং সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে বঙ্গভবনে সমাবেশে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এই দুইটি বিষয়ে অবহিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, তার মেয়াদকালে যথাসাধ্য চেষ্টা করছেন একটি বাংলা স্কুল প্রতিষ্ঠাসহ অন্য বিষয়গুলি সমাধান করার।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ সভাপতি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা। বাংলাদেশ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, কুয়েত এর সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে আছেন সভাপতি পদে মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ সভাপতি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, শেখ এহছানুল হক খোকন , সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহন আহমেদ লিটন।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল