স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সরকারের ঘোষিত কনস্যুলার সেবা সপ্তাহ বাহরাইনে ব্যতিক্রমী আয়োজনে পালন করছে বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রবাসী বাংলাদেশি শ্রমিক, ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলীসহ নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে গত ২০ মার্চ থেকে এ কনস্যুলার সেবা সপ্তাহ পালন করে আসছে দূতাবাস।
এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ব্যতিক্রম ছিল বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের মাঝে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎস্যা সেবা প্রদান, কর্মক্ষেত্রে নিজেদের পরিবর্তনে করণীয় সম্পর্কে পরামর্শমূলক সেমিনার, অসামাজিক কার্যকলাপ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গণ সচেতনতা বৃদ্ধি, কাজে নিরাপত্তা নিশ্চয়তায় করণীয় সম্পর্কে পরামর্শ, দূতাবাসের অভ্যন্তরে ফেইসবুক লাইভে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। এছাড়া এমআরপি পাসপোর্ট, জন্মতারিখ সংশোধন, জন্ম নিবন্ধন, ভিসা সংক্রান্ত কার্যক্রম, পারিবারিক সনদপত্র সত্যায়ন, মৃতদেহ সংক্রান্ত মামলা ও মৃতদেহ দ্রুত দেশে প্রেরণ, শ্রমিকদের ক্ষতিপুরণ, বকেয়া বেতন আদায়, আইনগত সহায়তা ও অন্যান্য কল্যাণমূলক কাজে বিশেষ (দ্রুত) সেবা প্রদান করে আসছে বাংলাদেশ দূতাবাস।
এসব ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করেন দূতাবাসের জনকল্যান প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার। এতে চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টার, বাহরাইনের আল দোসারী মেডিকেল সেন্টার ও দার আল শিফা মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগের ডাক্তাররা। এ পর্যন্ত এ সেবা গ্রহন করেছেন পাঁচ শতাধিক বাহরাইন প্রবাসী বাংলাদেশি।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্বাস্থ্যসম্মত খাদ্য ও বাসস্থান এবং হৃদরোগসহ অন্যান্য রোগের ঝুঁকি কমাতে করণীয় শীর্ষক পরামর্শ ও উন্মোক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাসের লেবার কাউন্সিলর( প্রথম সচিব, শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন চার্জ দ্যা এ্যাফেয়ার্স মেহদী হাসান।
এসময় স্বাস্থ্য সচেতনা, দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক পরামর্শসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন বাংলাদেশি ডাক্তার ইকবাল শাহরিয়ার, ডা. আবির চৌধুরী, ডা. আছমা আশরাফ আরাফা, ডা. ফারজানা আক্তার, ডা. বুশরাতুল কাদের, ডা. রাশেদ রেজওয়ান, প্রকৌশলী ফুয়াদ জাবিদ মাহমুদ।
বাহরাইনে চিকিৎসা সেবায় নিয়োজিত ১৯ জন বাংলাদেশি ডাক্তারের সম্মতিক্রমে আগামী মাস থেকে চিকিৎসার সামর্থ যাদের নেই তাদেরকে প্রতি মাসে এক দিন বাংলাদেশ দূতাবাসে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দেন দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মেহেদী হাসান। এতে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল