সকল দলের অংশগ্রহণে নির্বাচনের আমেজ আটলান্টিকের এপাড়েও ছড়িয়ে পড়েছে। প্রধান একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন চলার সময় প্রবাসেও রাজনৈতিক সংকটের ছায়া পড়েছিল। সেটি কেটে গেছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জানানোর পর।
দলমত-নির্বিশেষে সকলের মধ্যেই এখন স্বস্তি বিরাজ করছে। শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ১৪ জন প্রবাসী ছুটে গেছেন নিজ নিজ এলাকা থেকে দলীয় মনোনয়নের জন্যে।
ঢাকা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন সিলেট-১ আসনে ড. এ কে এ মোমেন, টাঙ্গাইল-২ থেকে মুক্তিযোদ্ধা ও নিউজার্সির সিটি কাউন্সিলম্যান ড. নূরন্নবী, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, কুমিল্লা-৯ থেকে শিব্বীর আহমেদ, সিলেট-৪ থেকে ফারুক আহমেদ, বরগুণা থেকে মাহবুবুর রহমান টুকু, নরসিংদি থেকে আইয়ুব খান, শরিয়তপুরের একটি আসন থেকে জয়নাল আবেদীন জয় ও মাদারিপুর থেকে গিয়াসউদ্দিন।
এছাড়া বিএনপির সোলায়মান ভূঁইয়া ফেনী-৩, মোস্তফা কামাল পাশা বাবুল-চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), পারভেজ সাজ্জাদ চট্টগ্রাম-১ (মিরসরাই), আবুল হাশেম বুলবুল ফেনী-১ এবং জাসদের আব্দুল মোসাব্বির মৌলভীবাজার-২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন।
বিডি প্রতিদিন/কালাম