ইতালির রোমের ক্যাসেলিনা পার্কে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আনোয়ার খান নামে এক প্রবাসী বাংলাদেশীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত ১৪ নভেম্বর নিখোঁজ হয় ইতালি প্রবাসী আনোয়ার খান। আনোয়ার খানের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়ায়।
অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে প্রশাসনের দারস্থ হলে আনোয়ার খানের লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় খুঁজে বের করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা এখন পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এলিন আহমেদ মিঠু বলেন, আমরা এখন পর্যন্ত জানতে পারছি না এটি হত্যা নাকি আত্মহত্যা। অথবা কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখেছে কী-না। তবে ময়নাতদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার