ওমানের ৪৮তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজধানী মাস্কাটসহ গোটা ওমানকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়।
প্রতি বছর এই দিনে দেশটির সরকার অসহায় দুস্থ নাগরিকদের বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন ও দীর্ঘ মেয়াদী সাজাপ্রাপ্ত কিছু বন্দীদের বিশেষ ক্ষমার মধ্য দিয়ে মুক্ত এবং স্বাভাবিক জীবনের স্বাদ নেয়ার সুযোগ করে দেন।
বিশ্বের শান্তি প্রিয় প্রথম দশটি দেশের তালিকায়ও স্থান পেয়েছে আরব্য এই দেশটি।
বিডি প্রতিদিন/ফারজানা