আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা (জেনোসাইড) ও প্রতিরোধ দিবস। ঐতিহাসিক এই দিবসটির স্মরণে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছে।
নিউইয়র্কে এসব কর্মসূচির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজায় জেনোসাইডে ভিকটিমদের স্মরণে র্যালি এবং মোমবাতি প্রজ্জলন করা হবে।
জেনোসাইড প্রতিরোধে বিশ্ব জনমত গঠনের প্রত্যয়ে "আন্তর্জাতিক গণহত্যা দিবসের তাৎপর্য ও একাওরে বাংলাদেশে গণহত্যা (জেনোসাইড)’র আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার হবে বাংলাদেশ প্লাজায় সন্ধ্যা-৭টায়। সকল কর্মসূচিতে সকল প্রবাসীকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন