ইতালিতে আত্মহত্যা করতে যাওয়া এক নারীকে বাঁচিয়ে আলোচিত হয়েছিলেন বাংলাদেশি নাগরিক সবুজ খলিফা (৩৭) । এজন্য ইতালিতে 'বীর' এর স্বীকৃতি পান তিনি। প্রবাসী এ বাংলাদেশি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি রোমের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
সবুজের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানায়। ২০০৮ সাল থেকে সবুজ ইতালিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। ২০১৫ সালে রোমে একটি ব্রিজ থেকে ত্রেভেরে নদীতে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫৫ বছর বয়সী এক নারী। সাঁতার না জানা মহিলাটি ঝাঁপ দিয়েই তলিয়ে যাচ্ছিলেন। এসময় সবুজ খলিফা জীবনের ঝুকি নিয়ে লফিয়ে পড়ে মহিলাকে উদ্ধার করে।
স্থানীয় পুলিশ প্রশাসন ও উদ্ধারকর্মীরা এসে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। সব জানার পর ইতালির পুলিশ প্রশাসন সবুজকে দেশটিতে থাকার বৈধতা দেয়। সেসময় ইতালির জাতীয় টেলিভিশনে সবুজের সাক্ষাৎকারও নেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা