বাংলা প্রেস ক্লাব ইতালির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন।
সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, সিনিয়র সদস্য আলম শাহ,আলাল হোসেন, আরিফুল হক, তাজিন পলি।
সভায় অভিষেক অনুষ্ঠানসহ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ, জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে প্রচারে অংশগ্রহণের লক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়াও সকলকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান ক্লাবের নেতৃবৃন্দ। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে ঢাকায় তাদের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গঠনতন্ত্র পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার