নগর বাউল জেমসের কনসার্ট হবে ২৩ ডিসেম্বর নিউইয়র্ক সিটির জামাইকায় আমাজোরা পার্টি হলে। আয়োজক সংগঠন ‘শো-টাইম মিউজিক’র উদ্যোগে ২৭ নভেম্বর মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নগরবাউল খ্যাত জেমসও উপস্থিত ছিলেন।
শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, নগরবাউল জেমসের কনসার্ট হবে এযাবতকালের সেরা একটি অনুষ্ঠান। ভক্ত-শ্রোতারা প্রাণভরে পছন্দের গান শোনার পাশাপাশি শিল্পীর সাথে ছবি তুলতেও পারবেন। প্রাণের সাথে প্রাণ মিশিয়ে কথা বলার সুযোগও পাবেন।
তিনি উল্লেখ করেন, সবকিছু বিবেচনায় রেখে টিকিটের মূল্যও কম রাখা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা