শিরোনাম
২০ মে, ২০১৯ ১৫:১৮

আসামের শিলচরে গাইবে সর্বনাম

অনলাইন ডেস্ক

আসামের শিলচরে গাইবে সর্বনাম

ভারতের আসামে প্রতিবছরের মতো এবারও 'ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি' আয়োজন করেছে তিনদিন ব্যাপী শহীদ স্মরণ উৎসব। আজ ২০ মে উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের বিখ্যাত লোক গানের দল সর্বনাম।

সর্বনাম ২০১২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করছে। এই প্রথম দেশের বাইরের আমন্ত্রণে গান পরিবেশনে  করবে তারা।

দলের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, আসামের শিলচরের এই ভাষা শহীদ স্মরণ উৎসবে বাংলাদেশ থেকে বাংলা লোকগান পরিবেশন করতে পেরে সর্বনাম গর্বিত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর