১৩ ডিসেম্বর, ২০১৯ ২২:২২

শনিবার আসালের বার্ষিক সম্মেলন নিউইয়র্কে

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

শনিবার আসালের বার্ষিক সম্মেলন নিউইয়র্কে

‘প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত’-এমন স্লোগানে আসাল (এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার) এর দ্বাদশ বার্ষিক সম্মেলন হবে আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর)।

 
আমেরিকায় দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘আসাল’র এই সম্মেলন নিউইয়র্ক সিটির ‘টিমস্টারস লোকাল২৩৭ (২১৬ ওয়েস্ট ১৪ স্টিট) এর প্রথম তলায় আয়োজন করা হয়েছে। বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা। মূলধারায় সম্পৃক্ততায় কতটা অগ্রগতিসাধিত হয়েছে গত ১১ বছরে, সে আলোচনা-পর্যালোচনার পাশাপাশি সামনের নভেম্বরের জাতীয় নির্বাচনে করণীয় নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। এতে উপস্থাপিত হবে অঙ্গরাজ্য, স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের সাফল্য। 

জাতীয় নির্বাচনেও আসালের সমর্থিত কয়েকজন বিজয়ী হয়েছেন। 
এ প্রসঙ্গে আসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ বলেন, এবারের সম্মেলনে ৩ কংগ্রেসমেনসহ প্রায় চল্লিশ জন নির্বাচিত প্রতিনিধি আসবেন। কানাডাসহ ১৩ অঙ্গরাজ্যের আসালের প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন পর্বে। সামনের নভেম্বরের নির্বাচনে দক্ষিণ এশিয়ান প্রার্থীগণের বিজয় অর্জনের কর্মকৌশল গ্রহণ করা হবে। গত বছরের নির্বাচনে বেশ ক’জন জয়ী হয়েছেন। এরমধ্যে ইলিনয় এবং ক্যালিফোর্নিয়ায় দু’জন কংগ্রেসম্যান রয়েছেন দক্ষিণ এশিয়ান। 

এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউটিসি এসোসিয়েটস এর সিইও ইঞ্জিনিয়ার আজিজ আহমেদ। সম্মেলনের স্লোগান আলোকে বক্তব্য উপস্থাপন করবেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান আদ্রিয়ানো স্পাইলেট, কংগ্রেসম্যান ম্যাক্স রোজ, নিউইয়র্ক স্টেট কমম্পট্রোলার থমাস ডি নেপলিয়ো, স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমস, স্টেট সিনেটর লিরয় কমরী, ডায়ানে সেভিনো, রোক্সানে প্রসাদ, লুইস সেপুলভেদা, জন ল্যু এবং ফেলিক্স অর্টিজ, স্টেট এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, আলিসিয়া হিন্ডম্যান, নিক পেরী, এরিক এম দিলন, মাইকেল এ ব্ল্যাক, ক্যারিন্স রীইজ, নাটালিয়া ফার্নান্দেজ, হার্ভে ইপস্টাইনএবং ড. ম্যালিডে ফ্রন্টুস, সিটি কাউন্সিলম্যান ররি ল্যাঙ্কম্যান, বেঞ্জামীন কোলাস,মার্ক লিভাইন, ব্র্যাড ল্যান্ডার,হেলেন রজেনথেল, রবার্ট কর্ণেগী, ব্যারি গ্রডেনচিক, কোস্টা কন্সট্যান্টিনাইডস, ডনোভান রিচার্ডস, ডেনিক মিলার, জিমি ব্র্যান ব্রিমার প্রমুখ। নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, মিশিগানের বিভিন্ন সিটিতে বিজয়ী কাউন্সিলম্যানসহ জনপ্রতিনিধিরাও আসবেন। জর্জিয়া অঙ্গরাজ্যে কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে দলীয় মনোনয়ন দৌড়ে অবতীর্ণ নাবিলা ইসলামও আসবেন আসালের এই সম্মেলনে। 

নিউইয়র্কভিত্তিক আসালের শাখা রয়েছে নিউজার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ইলিনয়, কানেকটিকাট, আলাবামা, ক্যানসাস, ফ্লোরিডা রাজ্যে। কানাডাতেও রয়েছে আসালের ইউনিট। নিউইয়র্ক সিটির সবকটি বরোতে সক্রিয় রয়েছে আসালের শাখা। অর্থাৎ দিন বদলের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে আসাল নিরন্তরভাবে কাজ করছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর