কভিড-১৯ করোনাভাইরাস মহামারী মোকাবিলায় ফ্রন্টলাইনে কাজ করা জাতীয় স্বাস্থ্যসেবা কর্মীরা মানসিক রোগ পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতে পারে। বিবিসিকে এই তথ্য জানিয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ।
করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্ট-লাইনে যারা কাজ করেন তারা প্রতিদিন এমন সব বিষয়ের সম্মুখীন হন যা সাধারণ জনগণ কখনই মুখোমুখি হন না। যেমন একের পর এক রোগীর মৃত্যু, কাজ করতে গিয়ে সহকর্মীদের অসুস্থ হয়ে পড়া, উচ্চ মাত্রার চাপ এবং কোভিড -১৯ এ আক্রান্তের সংস্পর্শে আসা।
এসবের কারণে একজন কর্মীর মানসিক চাপ এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে তার ঘুমের সমস্যা হয়, মনযোগ হারিয়ে ফেলেন, অপরাধবোধে ভোগেন। শরীরেও এর প্রভাব থাকায় অনেকের শরীর কাঁপতে থাকে, মাথাব্যথা হয়, ক্ষুধামন্দা, শরীরে ব্যথার মতো সমস্যা দেখা দেয়।
এ ব্যাপারে ব্রিটিশ সাইকোলজিকাল সোসাইটি বলছে, সম্ভাব্য এই মানসিক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ায় এখন থেকেই মনোরোগের প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা উচিত। এনএইচএস কর্মীরা মানসিক চাপে ভুগলে হেল্পলাইনে ফোন করে সাহায্য চাইতে পারেন বলে মন্ত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে কেয়ার হোম স্টাফরা এই সেবা ফ্রন্ট লাইনে কাজ করা সবাইকে অর্থাৎ বয়স্কদের দেখাশোনা করেন এমন কর্মী, মৃতদের সৎকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, পরিচ্ছন্নতাকর্মীদের দেয়ার আহ্বান জানিয়েছে। এদিকে প্রাণঘাতী এই করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রায় ১৮ লাখ আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৮ হাজারের বেশি মানুষ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা