৩ জুলাই, ২০২০ ১২:২৩

যুক্তরাষ্ট্রের ৩৬ স্টেটে বেড়েই চলছে করোনা সংক্রমণের হার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ৩৬ স্টেটে বেড়েই চলছে করোনা সংক্রমণের হার

 

স্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ উপেক্ষা করায় যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটের করোনা পরিস্থিতি পুনরায় মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ পরিসংখ্যান অনুযায়ী ৫০ স্টেটের ৩৬টিতেই করোনার নিয়ন্ত্রণ দূরের কথা, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেট্‌স, রোড আইল্যান্ড, নিউ হ্যামশায়ার, দেলওয়ারে, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডসহ ১৬ স্টেটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

কারণ, এসব স্টেটের গভর্নররা ট্রাম্পের রাজনীতির কাছে নতি স্বীকার করেননি। করোনার গতি-প্রকৃতি আলোকে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিয়েছেন এসব গভর্নররা। যার সুফল পাচ্ছেন সর্বসাধারণ। করোনা কমছে, আক্রান্তের হার একেবারে কমে এসেছে। মৃত্যুর সংখ্যা খুবই নিম্নমুখী।

হেল্থ এ্যান্ড হিউম্যান সার্ভিসের অভ্যন্তরীণ সূত্রে বলা হয়েছে, ৩৬ স্টেটে করোনার নিম্নগতি দূরের কথা, বিন্দুমাত্র কমেনি। অধিকন্তু ২২ স্টেটে করোনা সংক্রমণের হার প্রতিদিনই আগের দিনকে অতিক্রম করছে। এরমধ্যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আরিজোনা, সাউথ ক্যারলিনা শীর্ষে রয়েছে। 

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্রে বলা হয়েছে, স্বাস্থবিধি অনুসরণে যারাই অবজ্ঞা করছে, তারাই আক্রান্ত হচ্ছে অতিমাত্রায়। বিশেষ করে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখতে যারাই কার্পণ্য করছে তারা এ রোগ স্বাগত জানাচ্ছে। গত দুই সপ্তাহের পর্যবেক্ষণের পর এমন অভিমত পোষণ করেছে সিডিসি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর