কানাডার আলবার্টার আইন সভার সামনে শনিবার বিকেলে একদল কৃষ্ণাঙ্গ পিতা-মাতা বর্ণবাদ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিনিধিত্বের অভাবের দিকে লক্ষ্য রেখে এক র্যালির আয়োজন করে।
কৃষ্ণাঙ্গ পিতামাতার সমন্বয়ে উক্ত র্যালিতে আলবার্টার ব্ল্যাক প্যারেন্টস অ্যাসোসিয়েশনের ডায়ুডোনে বেসাসে বলেন, এটি একটি চলমান ইস্যু যা মোকাবেলা করা হয়নি। আমরা পুরো আলবার্টায় বাবা-মায়ের কথা শুনছি, বলছি তাদের বাচ্চারা প্রতিনিধিত্বের অভাবে ব্যর্থ হচ্ছে।
প্রতিবাদে অভিভাবকরা জানিয়েছেন তারা চান আলবার্টার স্কুল বোর্ডগুলি বিভিন্ন শিক্ষক এবং নেতাকে নিয়োগ দেয়া হোক যাতে করে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের তাদের সংস্কৃতি গ্রহণ করার জন্য লড়াই করতে না হয়।
সমাবেশে অংশগ্রহণকারী আরও একজন অভিভাবক উইলিয়ামস বলেন, তিনি প্রতিবাদে অংশ নিয়েছেন কেবল তার নিজের পুত্র নয়, এমন অন্যান্য বাবা-মায়ের জন্যও, যাদের সন্তানরা একই ধরণের ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে।
প্রতিবাদ র্যালিতে কৃষ্ণাঙ্গ অভিভাবকরা দাবি করেন স্কুলগুলোতে কৃষ্ণাঙ্গ শিক্ষক এবং কৃষ্ণাঙ্গ পরিচালক নিয়োগ দিতে হবে এবং বৈষম্য দূর করতে হবে যাতে করে তাদের সন্তানরা বৈষম্যের শিকার না হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন