৬ আগস্ট, ২০২০ ১৬:০৫

শেখ কামাল নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক : রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

শেখ কামাল নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক : রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা, শেখ কামালের কর্ম ও জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, জন্মদিনের কেক কাটা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামিম আহমদ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রথম সচিব এবং চ্যান্সারী প্রধান মাহমুদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, শেখ কামাল বাংলাদেশের নতুন ও ভবিষ্যত প্রজন্মের জন্য উজ্জ্বল প্রতীক। 

তিনি বলেন, শেখ কামাল খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, রাজনীতি ও দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশের ফুটবল, ক্রিকেট এবং হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। ক্রীড়া ক্ষেত্রে তার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে আবাহনী স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করা। জীবনের উৎকর্ষ সাধনে শেখ কামাল বৃদ্ধ ও যুব সমাজের হৃদয়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে বেঁচে থাকবেন। শেখ কামালের জীবনাদর্শ দেশের যুব সমাজের জন্য ভবিষ্যতে চলার পথে পাথেয় হয়ে থাকবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর