গত ১৭ অক্টোবর ধর্ষণ ও বিচারহীনতার বিরূদ্ধে ঢাকা থেকে নোয়াখালী লংমার্চের সময় হামলার ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক আহত হয়। এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বাংলাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের ৯ দফা দাবির সমর্থনে সোমবার বিকালে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরূদ্ধে বাংলাদেশ’ ব্যানারে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ১৬৯ স্ট্রীটে এক প্রতিবাদ সমাবেশ হয়।
অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বা অপসারণ দাবির পাশাপাশি সরকারকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসারও আহ্বান জানান বক্তারা।
সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু’র সঞ্চালনায় ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ এর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাসের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ এর সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাসেম আলী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ এর স-সভাপতি সরাফ সরকার, প্রোগ্রেসিভ ফোরামের সাধারন সম্পাদক আলীম উদ্দিন, নারী সংগঠক সালেহা আক্তার, মহিলা পরিষদ,যুক্তরাষ্ট্র এর সাধারন সম্পাদক সুলেখা পাল, উদীচী যুক্তরাষ্ট্র সংসদ এর প্রচার সম্পাদক আশীষ রায়, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা হিরু চৌধুরী, উদীচী কর্মী কানন আচার্য, উদীচী কর্মী ইশতিয়াক আহমেদ রানা, জয়ন্তী ভট্টাচার্য, রিনা আফরোজ, শেখ ফারুখ, ফাহিমা, রূপনা সাহা প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল