বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ নম্বর জন্মবার্ষিকী উদযাপন করেছে বার্লিন বিএনপিসহ জার্মান বিএনপি ও অঙ্গ সংগঠন।
জন্মদিনের অনুষ্ঠানের অনলাইন আলোচনা সভায় সংগঠনের সভাপতি জসিম শিকদার, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরাগ ও সাধারণ সম্পাদক বাবুল ইসলাম।
তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার হাতে গড়া বিএনপি কোনো অন্যায় অত্যাচার ও জুলমে ভয় পায় না। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের হারানো অধিকার রক্ষা করবে।
অনলাইন সভায় বক্তরা সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে জার্মানিতে করোনা মহামারিতে লকডাউন থাকার কারণে বড় কোনো অনুষ্ঠান আপাতত না করলেও দোয়া কামনা শেষে দেশ ও দেশের সব ধর্ম, বর্ণের মানুষের মঙ্গল কামনা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত