কাতারে উৎসবমুখর পরিবেশে আত্মপ্রকাশ করেছে সামাজিক মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটি। শুরুতেই নবনির্বাচিত সভাপতি মো. নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. ওলিসহ নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান।
রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে নবনির্বাচিত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, বাংলাদেশ প্রবাসী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি শেখ আক্তার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী এস এম আলমগীর হোসেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাইফুল ইসলাম ও আরিফুর রহমান। আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি
সাইদুর রহমান টিটু, নাজিম খান বাবু, শাহজালাল রিপন, রাসেল হাওলাদার, ইনজামুল হক মান্না, আনিসুল রহমান, কে এম জাকির হোসেনসহ অনেকেই।
প্রবাসীদের কল্যাণে জীবনমান উন্নয়নের পাশাপাশি সুখে দুঃখে থাকার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা