বাংলাদেশের স্বাধীনতার ৫০ বৎসর পূর্তিতে কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মিলনমেলার আয়োজন করেছে। গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের এ ভার্চুয়াল মিলন-মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুভাষ দাশ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিনারা বেগম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হুমায়ুন কবির চৌধুরী, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মেজর দিদার আতোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেজর সুরঞ্জন দাশ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল মালিক ও মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক তাজুল মোহাম্মদ। তাছাড়াও উত্তর আমেরিকার অনেক গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি হাসমত আরা চৌধুরী। সংগঠনের সভাপতি সুভাষ দাশ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা