ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষ্যে উপ-হাইকমিশন প্রাঙ্গনে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপ-হাইকমিশনের সকল সদস্য, স্থানীয় শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
আলোচনা সভায় উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান বঙ্গমাতার বর্ণাঢ্য ও গৌরবময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন,বঙ্গমাতা জাতির পিতার যোগ্য সহধর্মিণী ছিলেন, বাঙ্গালীর মুক্তি সংগ্রামে তিনি ছিলেন অন্যতম অগ্রদূত। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি কঠিন দিনগুলো দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজনে স্বাগতিক দেশের করোনা মহামারিজনিত বিধি-নিষেধ অনুসরণ হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির