১৬ মে, ২০২২ ২১:০৫

মালয়েশিয়া বারফোর্ম এর ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা

মালয়েশিয়া প্রতিনিধিঃ

মালয়েশিয়া বারফোর্ম এর ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা

ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন  বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরাম মালয়শিয়া (বারফোর্ম)।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় এ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে ঘটেছিলো প্রবাসীদের মিলনমেলা।

পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরাম, মালয়শিয়া (বারফোর্ম) এর সভাপতি পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরাম মালয়শিয়ার সাধারণ সম্পাদক জোসেফ লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর কবির আহমেদ, ডা. এটিএম এমদাদুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার পাল, প্রফেসার ড. মুহাম্মদ আসিফ মাহবুব করিম, ড. সাদেভ, ড. আব্দুল আল নোমান, অ্যাসোসিয়েট প্রফেসর ডা. জাহিদুল ইসলাম, প্রভাষক হুমায়ূন কবির প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরাম মালয়শিয়ার সহ-সভাপতি আনোন ঘোষ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ রমজান, সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার তমা এবং বারফোর্ম এর অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যবসায়ী বারফোর্ম উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুজ্জামান, ইসমাইল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জামিল হোসেন নাসির, রাশেদ বাদল, আল আমিন, আরসেল ভুঁইয়া, নাজমুল ইসলাম বাবুল, শহীদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা সনদ দেয়া হয় মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান রাজু (আরটিভি), আব্দুল কাদের (সময় টিভি), জহিরুল ইসলাম হিরন (বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভি), আশরাফুল মামুন (বিজয় টিভি, মানব জমিন), মনিরুজ্জামান মনির (ডিবিসি), বাপ্পী দাস (এস, এ টিভি), মেহেদী হাসান (দর্পণ টিভি এবং টাইমস পত্রিকা), মো: সালাউদ্দিন (দর্পণ টিভি, সিইও)’কে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইউনিক ব্যান্ড, জেস্ট বাঙ্গল ব্যান্ড এবং মালয়শিয়ায় অধ্যায়নরত প্রবাসী শিক্ষার্থীরা। এসময় প্রবাসী বাংলাদেশী শিল্পীদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও ঝলমলে আলোয় দেশীয় নাচ, গানে মুখরিত হয়ে ওঠে ঈদ পুনর্মিলনীর এ আয়োজন। করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর পরে এমন আয়োজন উপভোগ করতে পেরে অভিভূত হন প্রবাসী বাংলাদেশীরাও। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর