‘১৫ আগস্ট একজন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেননি। বাঙালী জাতি পড়েছে কঠিন পরীক্ষার মধ্যে। শেখ মুজিবুর রহমান অনন্ত জীবিত। যে কারণে আমরা বঙ্গবন্ধুকে ভুলতে পারি না। আর সে কারণে বাঙালী জাতিকেও ভুলতে পারি না।’
সোমবার বিকালে দুবাই কনস্যুলেট হল রুমে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
তিনি বলেন, “বাঙালী মুজিব জাতি। মুজিব একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাই আজ তার আদর্শ ও দর্শন আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরির ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে।”
কনসাল ফাতেমা জাহানের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাসির উদ্দীন কাওছার, কাজী মোহাম্মদ আলী, জাফর চৌধুরী, মাকসুদা খানম, সাবিনা সুলতানা, নেসার রেজা খান, ইসমাইল গণি চৌধুরী, নওশের আলী প্রমুখ।
পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/কালাম